BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
দুই সপ্তাহ আগেও যে দলটি তাদের অধিনায়কের মতে ‘মানসিকভাবে তলানিতে ছিল’, সেই দলটাই বিশ্বকাপ জিতবে—এমন কিছু হয়তো কল্পনার বাইরে ছিল। কিন্তু ১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তান দল সেই অসম্ভবকেই সম্ভব করেছিল। ঠিক আজকের দিনেই, ৩৩ বছর আগে, পাকিস্তান বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল, আর সেটাও রমজানের ১৮তম দিনে।১৯৯২ বিশ্বকাপের সেই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে জিও নিউজে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন দলের কয়েকজন নায়ক—ইমরান খান, ওয়াসিম আকরাম, ইনজামাম-উল-হক, মঈন খান, মুশতাক আহমেদ ও রমিজ রাজা। অনুষ্ঠানে উঠে আসে সেই সময়ের নানা গল্প, পরিকল্পনা এবং দুর্দান্ত প্রত্যাবর্তনের কাহিনি।ইমরানের নেতৃত্বে অসম্ভবকে সম্ভবঅধিনায়ক ইমরান খান ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। পুরো দল এখনো তাঁর প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে। রমিজ রাজা মজার ছলে বলেন, ‘মনে হচ্ছে আমরা ড্রেসিংরুমে ফিরে গেছি, এবং এখনো আপনাকে ভয় পাই!’ সঙ্গে যোগ করেন, ‘এমন একটা দুর্বল দল নিয়েও আপনি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখলেন, কীভাবে?’ইমরান উত্তর দেন, ‘প্রথমত, সবাই ছিল তরুণ, আর আমি ছিলাম প্রায় চল্লিশের কাছাকাছি। দ্বিতীয়ত, বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আমার আগেও ছিল। ১৯৮৩ সালে আমি শুধু ব্যাটসম্যান হিসেবে খেলেছি, ১৯৮৭ বিশ্বকাপে পাকিস্তান ফেবারিট ছিল, কিন্তু সফল হয়নি। ১৯৯২ বিশ্বকাপে আমাদের প্রধান দুই ম্যাচ উইনার সাঈদ আনোয়ার ও ওয়াকার ইউনিস ছিল না। তবুও আমি বিশ্বাস করতাম, আমরা পারব।’