BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সুনামগঞ্জ প্রতিনিধি :দিরাই উপজেলার ধীতপুর গ্রামের বর্গাচাষী মাখন দাসের ২২ কেদার বোরো জমির শুকনো খড় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সোয়াতিয়র গ্রামের পশ্চিমে দা ভাঙা হাওরের পাশে ভরাউট নামক স্থানে এই ঘটনা ঘটে। সোয়াতিয়র গ্রামটি ধীতপুর পাশেই।২২ কেদার জমির শুকনো খড় আগুনে পুড়ে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চাষী মাখন দাস। চোখের সামনেই একসাথে এত খড় আগুনে পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।জানা যায়, ধীতপুর গ্রামের মাখন দাসের নিজের কোন জমি নেই। তিনি অন্যের জমি বগার্চাষ করেন। এই বছর তিনি ২২ কেদার জমি বগার্চাষ করেছেন। তার ৮টি গরু রয়েছে। ধান কাটার পর অনেক কষ্টে খড়গুলো রোদে শুকিয়ে সোয়াতিয়র গ্রামের পশ্চিমের মজুদ করে রাখেন। খড়গুলো বাড়িতে আনার জন্য আজ সোমবার একটি ট্রলি গাড়ি ভাড়া করেন। সকাল ৮ টার দিকে এক ট্রলি খড় বাড়িতে নিয়ে আসেন। এসময় হটাৎ করে খবর পান কে বা কারা তার তিনটি খড়ের স্তুপে আগুন ধরিয়ে দিয়েছে। পরিবারের সবাইকে নিয়ে দৌঁড়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান দাউ দাউ করে জ¦লছে খড়। এসময় গ্রামের লোকজনও এগিয়ে আসেন কিন্তু খড়গুলো শুকনো হওয়ায় পুড়ে ছাই হয়ে যায়। চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায় তার ৮টি গরুর সারা বছরের খাদ্য। এসময় মাখন দাস মাটিতে পড়ে কান্না—কাটি করেন।