BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা মুরুটিয়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে রুমানা খাতুন (২১) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ঘাতক স্বামী সোহাগ শেখকে (২৮) আটক করেছে।বৃহস্পতিবার (২০ ফেব্রয়ারি) ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক সোহাগ শেখ ওই গ্রামের আফসার প্রামাণিকের ছেলে।এ বিষয়ে কায়েমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দুল মজিদ জানান, এদিন ভোরে খবর পেয়ে জানতে পারি একটা মেয়েকে তার স্বামী চর থাপ্পড় দিয়ে মেরে ফেলেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি গলায় ছুরির আঘাত। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে ঘাতক স্বামীকে আটক করেছে।