BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ঢাকা বাড্ডা থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় রিমান্ড শুনানির সময় কাঁদলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ছয় মাস ধরে কারাগারে থাকা ছেলের সঙ্গে একবারও দেখা হয়নি বলে আদালতে কান্নায় ভেঙে পড়েন তিনি।সোমবার (১৭ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই শুনানি হয়। শুনানি শেষে আদালত শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমান খানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।শুনানিতে আবেগাপ্লুত শাজাহান খানরিমান্ড শুনানির সময় বিচারকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও শুরুতে কোনো সাড়া পাননি শাজাহান খান। পরে অনুমতি পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার বয়স হয়েছে। ছয় মাস ধরে ছেলের সঙ্গে দেখা হয়নি। কত চেষ্টা করেছি, তবুও কোনো লাভ হলো না।”