BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ভিন্নধর্মী প্রমোশনাল ভিডিওতে চমকসোমবার (১০ মার্চ) সন্ধ্যায় এক ব্যতিক্রমী প্রমোশনাল ভিডিওর মাধ্যমে ‘চক্কর ৩০২’-এর ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, পরিচালক জীবনকে একটি ঘরে চেয়ারে বসিয়ে মুখ টেপ দিয়ে আটকে রাখা হয়েছে। পাশে বিরক্ত মুখে বসে আছেন মোশাররফ করিম।পরিচালককে উদ্দেশ্য করে তিনি বলেন,“তুমি অনেক যন্ত্রণা দিয়েছো আমাকে। এজন্যই আটকে রাখা হয়েছে তোমাকে! আমি অভিনেতা, অভিনয় করেছি, কাজ শেষ। এখন তুমি কেন সিনেমার টিজার, গান, প্রমোশন কিছুই দিচ্ছো না?”পরিচালক জীবন বারবার তার বাঁধন খুলে দেওয়ার অনুরোধ করলেও মোশাররফ করিম রাজি হন না। শেষে তিনি বলে দেন—“ঈদে ‘চক্কর ৩০২’ মুক্তি পাবে, প্রচার হবে সবই... কিন্তু জীবন, তোমার মুক্তি নেই!”এই ব্যতিক্রমী প্রমোশনাল ভিডিও দেখে দর্শকদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে সিনেমাটি নিয়ে।