ভিন্নধর্মী প্রমোশনাল ভিডিওতে চমক
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় এক ব্যতিক্রমী প্রমোশনাল ভিডিওর মাধ্যমে ‘চক্কর ৩০২’-এর ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, পরিচালক জীবনকে একটি ঘরে চেয়ারে বসিয়ে মুখ টেপ দিয়ে আটকে রাখা হয়েছে। পাশে বিরক্ত মুখে বসে আছেন মোশাররফ করিম।
পরিচালককে উদ্দেশ্য করে তিনি বলেন,
“তুমি অনেক যন্ত্রণা দিয়েছো আমাকে। এজন্যই আটকে রাখা হয়েছে তোমাকে! আমি অভিনেতা, অভিনয় করেছি, কাজ শেষ। এখন তুমি কেন সিনেমার টিজার, গান, প্রমোশন কিছুই দিচ্ছো না?”
পরিচালক জীবন বারবার তার বাঁধন খুলে দেওয়ার অনুরোধ করলেও মোশাররফ করিম রাজি হন না। শেষে তিনি বলে দেন—
“ঈদে ‘চক্কর ৩০২’ মুক্তি পাবে, প্রচার হবে সবই... কিন্তু জীবন, তোমার মুক্তি নেই!”
এই ব্যতিক্রমী প্রমোশনাল ভিডিও দেখে দর্শকদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে সিনেমাটি নিয়ে।
‘চক্কর ৩০২’—একটি থ্রিলার ও মানবিক গল্প
পরিচালক শরাফ আহমেদ জীবন জানান, ‘চক্কর ৩০২’ একটি মানবিক স্পর্শযুক্ত থ্রিলারধর্মী সিনেমা। তিনি বলেন, “এই সিনেমা শুধু থ্রিলারই নয়, বরং এতে মানবিকতার দারুণ ছোঁয়া আছে। দর্শকরা সিনেমাটি দেখতে শুরু করলে এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন।”
সিনেমাটিতে মোশাররফ করিম অভিনয় করেছেন ইন্সপেক্টর মইনুল চরিত্রে। এটি সরকারি অনুদানের ছবি, যার প্রযোজনায় রয়েছে কারখানা প্রোডাকশন এবং সহ-প্রযোজক হিসেবে আছে গামাফ্লিক্স।
পরিচালক জীবনের প্রথম চলচ্চিত্র
‘চক্কর ৩০২’ পরিচালকের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। শরাফ আহমেদ জীবন এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ছবিয়াল’ গ্রুপে সহকারী হিসেবে কাজ করেছেন। দীর্ঘদিন নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাণের অভিজ্ঞতার পর এবার বড় পর্দায় আসছেন তিনি।
ঈদে হবে ‘চক্কর’, প্রস্তুত তো?
ব্যতিক্রমী প্রচারণা, জনপ্রিয় অভিনেতা এবং ভিন্নধর্মী গল্পের কারণে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছে ‘চক্কর ৩০২’। এবার দেখার পালা, ঈদে দর্শকদের মাঝে কতটা আলোড়ন তুলতে পারে মোশাররফ করিমের এই সিনেমা!
মন্তব্য করার জন্য লগইন করুন!