বিনোদন ডেস্ক: “মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন”—এই সংলাপ দিয়েই শেষ হয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। প্রথম সিজনের রহস্যময় সমাপ্তি দর্শকদের মনে তৈরি করেছিল অসংখ্য প্রশ্ন। কে সেই মুখ ঢাকা ব্যক্তি? কেনই বা স্বপনকে খুঁজছিলেন তিনি? এবার সেই প্রশ্নগুলোর জট খুলতে যাচ্ছে!
আজ ১৪ মার্চ, চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’–এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরেই মুক্তি পাবে সিরিজের দ্বিতীয় মৌসুম।
৪০০ কোটি টাকার রহস্যে মোড়ানো অ্যালেন স্বপনের নতুন অভিযান।
চরকির ঘোষণার পরপরই প্রকাশ করা হয় একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও। ভিডিওতে দেখা যায়, ছড়িয়ে–ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে অ্যালেন স্বপন। মুখে সেই চিরচেনা রহস্যময় হাসি, পরনে সাফারি স্যুট। এরপর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একজনকে বলতে শোনা যায়, “আমার চার শ কোটি টাকা কোথায়?”
এ কথার পরই অ্যালেন স্বপন নিজের পরিচয় দেন, “আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন।”
প্রথম সিজনে দেখানো হয় কীভাবে চট্টগ্রামের এক মাদক ব্যবসায়ী মানি লন্ডারিংয়ের মূল হোতায় পরিণত হয়। এবার স্বপনের কাজের পরিসর আরও বড় হতে পারে, বদলাতে পারে তার কৌশলও।
নতুন সিজনে আরও ভয়ংকর হয়ে ফিরছে অ্যালেন স্বপন!
সিরিজে ‘অ্যালেন স্বপন’ চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান জানান, নতুন সিজনে তার চরিত্রটি আরও ভয়ংকর রূপে হাজির হতে চলেছে। তিনি বলেন,
“অ্যালেন স্বপন চরিত্রটা দর্শক ইতোমধ্যে দেখেছেন। সবাই জানেন, সে ভালো মানুষ নয়। নতুন সিজনে চরিত্রটি আরও ভয়ংকর হয়ে উঠবে। তার দুষ্টুমি, চালাকি আগের মতোই থাকবে, তবে এবার আরও বড় পরিসরে।”
নির্মাতা যা বললেন
সিরিজটির পরিচালক শিহাব শাহীন বলেন, ”‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ নির্মাণের অভিজ্ঞতা সত্যিই চ্যালেঞ্জিং ছিল। প্রথম সিজনের জনপ্রিয়তার কারণে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চেষ্টা করেছি গল্পটিকে আরও বিস্তৃত করতে। নাটকীয়তা, থ্রিল এবং চরিত্রগুলোর জটিলতা সবকিছু মিলিয়ে নতুন সিজন আরও রোমাঞ্চকর হতে যাচ্ছে।”
প্রথম সিজনের রেকর্ড ভাঙার অপেক্ষায় দ্বিতীয় সিজন!
২০২৩ সালে চরকিতে মুক্তির পর মাত্র ১০০ ঘণ্টায় ১ কোটি মিনিট স্ট্রিমিং হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর! আট দিনের মাথায় এটি ছুঁয়ে ফেলে ২ কোটি মিনিট স্ট্রিমিংয়ের মাইলফলক
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন,
“অ্যালেন স্বপন শুধু চরকির নয়, পুরো ওটিটি ইন্ডাস্ট্রির জন্যই গুরুত্বপূর্ণ একটি চরিত্র হয়ে উঠেছে। দর্শকদের ভালোবাসাই আমাদের নতুন সিজন নির্মাণে অনুপ্রাণিত করেছে। এবার আরও বড় চমক থাকবে!”
পুরনো তারকারা ফিরছেন, থাকছে নতুন মুখও!
প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরাসহ আরও অনেকে থাকছেন নতুন মৌসুমে। তবে এবার থাকছে কিছু নতুন চরিত্রও, যাদের পরিচয় শিগগিরই প্রকাশ করবে চরকি।
‘সিন্ডিকেট’ থেকে শুরু, এখন বিশাল এক ফ্র্যাঞ্চাইজি!
২০২২ সালে চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’-এ প্রথম দেখা যায় অ্যালেন স্বপনকে। এরপরই তার চরিত্র এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে, নির্মিত হয় বাংলাদেশি ওটিটি ইন্ডাস্ট্রির প্রথম স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।
এখন সেই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিজন আসতে যাচ্ছে ঈদে! এবার রহস্য আরও গভীর, পরিসর আরও বিস্তৃত! চারশো কোটি টাকার খোঁজে কোথায় যাচ্ছে অ্যালেন স্বপন? জানতে অপেক্ষা করতে হবে ঈদুল ফিতর পর্যন্ত!
মন্তব্য করার জন্য লগইন করুন!