BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আন্তঃজেলা সক্রিয় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।রবিবার (১১ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিলেটের জকিগঞ্জ এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে শান্তিগঞ্জ বাজারে আসছে। পরে পুলিশ বাজার এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন হোসেন আহমদ প্রকাশ সাদ্দাম হোসেনকে আটক করে। তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে হোসেন আহমদ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা স্থানীয় মাদক ব্যবসায়ী ডুংরিয়া গ্রামের হাফিজুর রহমানের। এরপর পুলিশ অভিযান চালিয়ে হাফিজুরকেও আটক করে।