BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ঈদ-উল ফিতর ও নববর্ষের টানা ছুটিতে পার্বত্য খাগড়াছড়িতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ ও পর্যটন স্পটে ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের ঢল নেমেছে।পবিত্র ঈদ-উল ফিতরের পাশাপাশি ১২ এপ্রিল থেকে এখানে বৈসাবী উৎসব শুরু হওয়ার ফলে পর্যটকদের আনাগোনা এবার অনেকাংশে বেড়েছে।পর্যটন মোটেল হোটেলগুলোতে এখন তিল ধারণের জায়গা নেই। আলুটিলা গুহা, রিচাংঝর্ণা, দেবতা পুকুর, পানছড়ির শান্তিকুটির, হাতিরমাথা, হর্টিকালচার পার্কসহ সব পর্যটন সম্পদগুলোতে পর্যটকদের ভিড়ে লোকে লোকারণ্য হয়ে উঠেছে।হোটেল মালিক হাজী ছালেহ আহম্মদ জানান, তাদের হোটেলে কোনো রুম খালি নেই। পর্যটন মটেলের উত্তম কুমার মজুমদার ম্যানেজার জানান, তাদের মোটেলে বুকিং নেওয়া হচ্ছে না, এখন কোনো সিট ফাকা নেই।