BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার আরও একটি সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। মাধবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের (সুশান সিএনজি পাম্প) মোহনা খাতুন নামের এক নারীর একটি কন্যা সন্তান সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্মগ্রহণ করেছে। মা ও মেয়ে উভয়ই সুস্থ আছেন।অপারেশনটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. নুসরাত জাহান খান। এনেস্থেশিয়লজিস্ট হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডা. সুদীপ চৌধুরী। শিশু বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা. রাজিব চক্রবর্তী।অপারেশনে সহকারী সার্জন হিসেবে দায়িত্বে ছিলেন ডা. রোকসানা পারভীন ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল হাসনাত। ওটি ইনচার্জ ছিলেন ফাতেমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য সিনিয়র স্টাফ বৃন্দ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. এইচ. এম. ইশতিয়াক মামুন জানান, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের সুবিধা আগে থেকেই ছিল। তবে সম্প্রতি হাসপাতালের অপারেশন থিয়েটারে নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এতে সিজারিয়ান অপারেশনের ক্ষেত্রে আরও নিরাপদ ও আধুনিক চিকিৎসা সেবা প্রদান সম্ভব হচ্ছে।তিনি আরও জানান, মাধবপুর উপজেলায় সিজারিয়ান অপারেশনের চাহিদা দিন দিন বাড়ছে। হাসপাতালের নতুন যন্ত্রপাতি ও সরঞ্জামের মাধ্যমে এই চাহিদা পূরণে হাসপাতাল সক্ষম হবে বলে তিনি আশাবাদী।