BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ভারত এবং দক্ষিণ আফ্রিকা টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছে ৪২ বার। এর মধ্যে ১৭টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, ১৫টিতে জয় পেয়েছে ভারত এবং ১০টি ম্যাচ ড্র হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের টেস্ট রেকর্ড খুব ভালো নয়। ১৯৯২ সাল থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৩টি টেস্ট খেলে মাত্র চারটিতে জয়, ১২টিতে হার এবং সাতটিতে ড্র করেছে ভারত।এই ম্যাচের জন্য ভারত তাদের সবচেয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহরাও দলে ফিরেছেন। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও তাদের সবচেয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে।ম্যাচটি আজ (২৬ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।ভারতের সম্ভাব্য একাদশ:রোহিত শর্মা (অধিনায়ক)শুভমন গিলযশস্বী জয়সওয়ালবিরাট কোহলিশ্রেয়স আইয়ারকেএল রাহুল (উইকেটরক্ষক)রবিচন্দ্রন অশ্বিনরবীন্দ্র জাদেজাশার্দুল ঠাকুরমহম্মদ সিরাজদক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ:টেম্বা বাভুমা (অধিনায়ক)ডেভিড বেডিংহামনান্দ্রে বার্গারজেরাল্ড কোয়েত্জিটনি ডি জরজিডিন এলগারমার্কো জানসেনকেশব মহারাজএইডেন মার্করামউইয়ান মালডারএই ম্যাচটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচটি জিতলে ভারত দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে।