BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
নড়াইল: নড়াইলের কালিয়া পৌর শহরে অবস্থিত খাদিজা ক্লিনিকে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা, নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশীদ।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খাদিজা ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই সিজার অস্ত্রোপচার করা হতো। এছাড়াও, ক্লিনিকে অবৈধ ওষুধ বিক্রি এবং অদক্ষ নার্স দ্বারা রোগীদের চিকিৎসা প্রদানের অভিযোগও ছিল।