BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হাজীগঞ্জে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির বিদ্যুৎখাত সংক্রান্ত কমিটির আহ্বায়ক, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ও পাওয়ার সেল এর মহা-পরিচালক (ডিজি) প্রকৌ. মোহাম্মদ হোসাইন।হাজীগঞ্জ উপজেলা পরিচালক মো. শাহাদাত হোসেন জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ এর কো-চেয়ারম্যান আল্লামা শায়খ আবু সুফিয়ান আল কাদেরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি, গাউছিয়া কমিটি চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহজামাল তালুকদার, পৌল ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন।প্রধান অতিথির বক্তব্যে প্রকৌ. মোহাম্মদ হোসাইন বলেন, কৃতি শিক্ষার্থীদের সাফল্য আমাদের সবার জন্য গর্বের। তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। তাদেরকে আরও বেশি উৎসাহিত করতে হবে।তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় সচেতনতা সমাজের কুসংস্কার দূরীকরণে সহায়ক ভূমিকা রাখতে পারে। তাই, আমাদের সন্তানদের যার যার ধর্মীয় অনুযায়ী মূল্যোবোধ অনুযায়ী শিক্ষা দিতে হবে। অতিরিক্ত শাসন ও তাদের প্রতি মানসিক চাপ প্রয়োগ না করে স্নেহ ও মমতা দিয়ে পড়াতে হবে। আমাদেরকে নিজেদেরকেও পরিবর্তন হতে হবে। কারণ, শিশুরা অনুকরণ ও অনুসরণ করে থাকে।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সাবেক পরিচালক মুহাম্মদ গিয়াস উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হোসেন মীর, ইঞ্জি. নেছার পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক আহমেদ, উপ-সম্পাদক কামাল আহমেদ ও সুমন দর্জি, সদস্য সুমন মিয়াজী, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা মামুনসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অভিভাবকসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এদিকে শনিবার সকালে শাহরাস্তি উপজেলা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর মরহুম মকবুল আহমদের কবর জিয়ারত, দোয়া এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে মরহুমের নিজ বাড়িতে ছুটে যান প্রকৌ. মোহাম্মদ হোসাইন।এই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি উপস্থিত ছিলেন।এছাড়া শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা কামাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলমগীর কবির পলাশ, হিরু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মিয়া সুমনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।