BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুর জেলার হাজীগঞ্জে ৪নং কালচোঁ (দঃ) ইউনিয়ন রামপুর, সিদলা, শ্রীনারায়নপুর, সুবিদপুর গ্রাম সংশ্লিষ্ট ফসলি মাঠের দুই কিলোমিটার খাল খননে অনিয়ম সহ ফসলের ব্যাপক পরিমানে ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।সরজমিনে গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট প্রকল্পের সাইনবোর্ড মেইন রোডের খালে পড়ে রয়েছে। এলাকাবাসী জানান অল্প গর্ত করে যেদিন লাগিয়েছিল সেদিন সন্ধ্যায় সামান্য বাতাসে পড়ে যায়। এরপর অনেক কর্মকর্তা আসলেও সাইনবোর্ডটি আর ঠিক করা হয়নি।পানি বর্তি কাদা তোলে পাড়ে রাখলে তা টিকবে কিভাবে? এমন প্রশ্ন থেকেই যায়।কন্ট্রাক্টর টাঙ্গাইলের বাবু নামের ব্যাক্তির সাথে অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএডিসি অফিস আমাকে যা করতে বলেছে, আমি তাই করছি। অন্যআন্য অভিযোগ এড়িয়ে কৃষি কর্মকর্তার দায় চাপিয়ে যান।