BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ঈদ মানেই এখন শুধু তারকা নির্ভর অ্যাকশন বা রোমান্স নয়, বরং গল্পনির্ভর সিনেমার দিকেও দর্শকের আগ্রহ বাড়ছে—আর তারই উজ্জ্বল প্রমাণ ‘দাগি’। এই সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।‘দাগি’র মূল কাহিনিতে উঠে এসেছে একজন দাগি আসামির শাস্তি শেষে সমাজে পুনর্বাসনের আত্মসংঘাত, অনুশোচনা ও মানবিক আবেদন। দীর্ঘদিন পর এমন একটি সিনেমা উপহার পেল বাংলা সিনেমা, যা পরিবারের সবার সঙ্গে বসে দেখার মতো। যেখানে নেই অশ্লীল সংলাপ, অতিরঞ্জিত মারপিট কিংবা অযাচিত ভিলেনি—বরং আছে বাস্তবধর্মী এক জীবনগাঁথা।সুনেরাহ বিনতে কামাল এই সিনেমায় একজন বাকপ্রতিবন্ধী তরুণীর চরিত্রে অভিনয় করে নতুনমাত্রা এনেছেন, আর আফরান নিশো তাঁর অভিনয়ে ‘সুড়ঙ্গ’–এর চেয়েও বেশি পরিপক্বতার ছাপ রেখেছেন। তমা মির্জা, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিমের মতো অভিজ্ঞ শিল্পীরা নিজ নিজ চরিত্রে অসাধারণ অভিনয় উপহার দিয়েছেন।