BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
গত 37 দিন ধরে চলা তীব্র তাপপ্রবাহের বিদায় নিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের তাপমাত্রা। 31 মার্চ থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ ছিল 76 বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী।এপ্রিলের শেষভাগে তীব্র থেকে অতি তীব্র পর্যায়ে পৌঁছেছিল তাপপ্রবাহ। তবে ঝড়-বৃষ্টির কারণে ধীরে ধীরে কমতে শুরু করে তাপমাত্রা।গত মঙ্গলবার (7 মে) দেশের সকল স্থান থেকেই তীব্র তাপপ্রবাহ বিদায় নেয়। 30 এপ্রিল যশোরে 43.8°C এবং চুয়াডাঙ্গায় 43.7°C রেকর্ড করা হয়েছিল, যা ছিল গত 5 দশকের সর্বোচ্চ তাপমাত্রা।মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35°C, যা রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6°C।