BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ আহসানমারা সেতু এলাকায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াও চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী। নিহতরা হলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও একই গ্রামের মৃত গোলাব হোসেন এর ছেলে জমির হোসন (৩৩)।নিহতদের পরিবার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট বিশ্বনাথ এলাকার ইশবপুর সাহেববাড়ী উরস মাফহিল থেকে সিএনজি যোগাযোগ বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৫ যুবক। সিলেট- সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ আহসান মারা সেতু এলাকায় পৌঁছলে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস (ঢাকা-ব ১১৮৬৬২) মুখোমুখি সংঘর্ষ হয়।