সুনামগঞ্জ প্রতিনিধি :-
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের মাদক ব্যবসায়ী নারেকিলা চোরা পল্লীর গড ফাদার দূর্নীতিবাজ পাবেলের গ্রেফতারের দাবীতে মানবন্ধণ করেছেন শাসখাই এলাকার সাধারণ জনতা।
সোমবার বিকেল ২ টায় স্থানীয় শাসখাই বাজারে মাদক ব্যবসায়ী ও কালো টাকা উপার্জন কারী চিহ্নিত চাঁদাবাজ পাবেলের গ্রেফতারের দাবীতে এ মানবন্ধণ অনুষ্টিত হয়।
শাসখাই গ্রামের সুপ্রজিৎ দাসের সঞ্চালনায় বক্তব্যে রাখেন হবিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাকেস দাস, সাবেক সাধারন সম্পাদক, সূচিপদ দাস, হরিলাল দাস, রাহুল দাস বোঝলাল দাস সহ এলাকার অনেকেই। বক্তরা তাদের বক্তব্যে বলেন, পাবেল নারেকিলা চোরা বস্তি'র রহমানের ছেলে।
তাদের পূর্ব পূরুষদের আমল থেকে তারা চোরাবৃত্তি পেশার সাথে সম্পৃক্ত ছিলো। এলাকার চোরি ডাকাতির মতো ভয়নাক কাজের সাথে রয়েছে পাবেলের হাত। পাবেল সাংবাদিকতাকে পূজি করে এলাকার সাধারন মানুষকে জিম্মি করে প্রতিনিয়ত চাঁদা উত্তোলন করে । নারেকিলা চোরা পল্লী সহ অত্র এলাকায় মাদক ব্যবসা, চুরি, চাঁদাবাজীতে রয়েছে তার নেতৃত্ব। পাবেল নিজেকে সাংবাদিক দাবী করে আমাদের এলাকায় মদের কারবার দীর্ঘদিন যাবত পরিচালনা করে আসছেন। এই চাঁদাবাজের কারণে অতিষ্ট আমাদের এলাকার খেটে খাওয়া নিরীহ মানুষজন ।
আমারা অতি দ্রুত এই চাঁদাবাজকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহীনির কাছে দাবী জানাই। এসময় উপস্থিত ছিলেন বসন্ত দাস, হর সুন্দর দাস, নিত্ত রজ্জন দাস, সতেন্দ্র দাস, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন।
মন্তব্য করার জন্য লগইন করুন!