BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫:আজ সকাল ৯টা ৫ মিনিট। ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে হুইসেল বাজিয়ে থামে নীল রঙের একটি বড় প্রিজন ভ্যান। ভ্যান থেকে নামেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। পুলিশের নারী সদস্যরা তাঁকে হাজতখানার ভেতরে নিয়ে যান।হাজতখানায় এরই মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হাজি সেলিমসহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি। ৩০ মিনিট পর পুলিশ প্রথমে হাজি সেলিমকে বের করে আনে। তাঁর পরনে ছিল ঢিলেঢালা সাদা পাঞ্জাবি। সাংবাদিকদের দেখে তিনি হাসিমুখে প্রতিক্রিয়া জানান।এরপর একে একে আদালতে হাজির করা হয় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে।