BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
গাজীপুরে, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণের ফলে ফসল উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এতে শ্রমিক সংকটও সমাধান হচ্ছে।শনিবার গাজীপুরের কাপাসিয়ায় আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থাপিত সমলয়ে বোরো ধান (হাইব্রিড) কম্বাইন হারভেস্টারের মাধ্যমে শস্য কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।প্রতিমন্ত্রী রিমি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহারে কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণকে গুরুত্ব দেওয়া হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। এর ফলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নতুন নতুন ধানের জাত উদ্ভাবন করেছে। ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে।