BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ঢাকা-ঈশ্বরদী রেলপথে একই লাইনে বিপরীতমুখী দুটি ট্রেন প্রবেশের ঘটনায় তদন্তে কমিটি গঠন করা হয়েছে।শনিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ঢাকা-ঈশ্বরদী রেলপথে একই লাইনে বিপরীতমুখী মৈত্রী ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেন উঠে পড়ে।ধূমকেতু এক্সপ্রেসের চালকের সতর্কতায় বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পান দু'টি ট্রেনের অন্তত হাজার খানেক যাত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান, ভারত থেকে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় নিয়মিত চেক-আপের জন্য দাঁড়ায়।একই সময়, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু ট্রেনটি একই স্টেশনের দিকে ধীরগতিতে আসছিল।