BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৩ মার্চ ২০২৪ ইং তারিখ সময় রাত্রী- ০১.১৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন মালবাগডাঙ্গা (বিলাত মন্ডলের টোলা) নামক এলাকায় একটি মাদক বিরোধী অপারেশন পরিচালনা করা হয়েছে।অভিযান চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) হেরোইন- ২০০০ গ্রাম, (খ) মোবাইল ফোন- ০১টি, (গ) সীম কার্ড-০১টি, (ঘ) পলিপ্যাক- ৩০টি উদ্ধার করতে সক্ষম হন। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ বজলুর রহমান (৪৭), পিতা- মৃত আবুল হোসেন, সাং- মালবাগডাঙ্গা (বিলাত মন্ডলের টোলা), থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারেন যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মালবাগডাঙ্গা (বিলাত মন্ডলের টোলা) গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ বজলুর রহমান (৪৭), পিতা- মৃতঃ আবুল হোসেন এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।সংবাদটি পাওয়া মাত্রই চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন মালবাগডাঙ্গা (বিলাত মন্ডলের টোলা) গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ বজলুর রহমান (৫০), পিতা- মৃত আবুল হোসেন এর বসত বাড়িতে পোঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০১ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে বাড়ির বাহির আঙ্গিনা হতে র্যাবের টিম তাকে হাতে নাতে আটক করে এবং অপর ০১ জন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।