BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুকধারী হামলার ঘটনার পর ভারতের কেন্দ্রীয় সরকার পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। এ তালিকায় রয়েছে পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ এবং জিও নিউজের মতো চ্যানেলও।ভারতের অভিযোগ, এই চ্যানেলগুলো ভারতীয় সেনা ও নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে উসকানিমূলক, সাম্প্রদায়িক উত্তেজনামূলক ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিল। এক সরকারি সূত্র জানিয়েছে, পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (এমএইচএ) সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধ হওয়া চ্যানেলগুলোর সম্মিলিত অনুসারীর সংখ্যা ৬ কোটি ৩০ লাখের বেশি।যে ১৬টি চ্যানেল বন্ধ করা হয়েছে সেগুলো হলো: ডন নিউজ টিভি, সামা টিভি, ইর্শাদ ভাট্টি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজায়ের ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনীব ফারুক, সুনো নিউজ এইচডি এবং রাজি নামা।