BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ক্রীড়া প্রতিবেদক প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপার স্বপ্নে বিভোর মোহামেডান স্পোর্টিং ক্লাব আজ যেন হোঁচট খেতেই বসেছিল। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির বিপক্ষে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও মাহবুব আলমের জাদুকরী গোলে শেষ পর্যন্ত ১-১ ড্র করে লিগ টেবিলের শীর্ষে অবস্থান ধরে রেখেছে সাদাকালোরা।ম্যাচের ২৩তম মিনিটেই বাজিমাত করে বসেন ফর্টিস ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা। বক্সের ভেতর থেকে চোখ ধাঁধানো এক ভলিতে বল জালে পাঠিয়ে মোহামেডানের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ান তিনি।তবে মোহামেডান আজ ভাগ্যবানই বলা চলে। প্রথমার্ধের শেষদিকে গোলরক্ষক সাকিব আল হাসান বক্সের বাইরে ফাউল করে লাল কার্ড পাওয়ার মত পরিস্থিতি তৈরি করলেও রেফারির সহানুভূতিতে শুধুই হলুদ কার্ডে রক্ষা পান। এরপর বেশ কয়েকবার মোহামেডানকে বড় বিপদ থেকে বাঁচান তিনিই।