BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরি হামলায় এক জেলে নিহত হয়েছেন। নিহত জেলের নাম মো. রাসেল (১৮)। তিনি ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. তোফাজ্জল হোসেনের ছেলে।আজ শনিবার সকাল ১১টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের চডার মাথা মৎস্য ঘাটের পশ্চিম পাড়ে মেঘনা নদীর তীরে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সকাল থেকে কয়েকজন জেলে পূর্ব ইলিশা চডার মাথা মৎস্যঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদীর তীরে বসে মাছ ধরার জাল মেরামত করছিলেন। এ সময় সিগারেট লুকানোর বিষয়কে কেন্দ্র করে রাসেল মাঝি ও রিয়াজ মাঝির মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে হাতাহাতি হলে রিয়াজ মাঝি রাসেল মাঝির গলার পাশে ছুরি দিয়ে আঘাত করে। এতে রাসেল মাঝি মারাত্মকভাবে আহত হলে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা রাসেল মাঝিকে মৃত ঘোষণা করেন।ইলিশা থানার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত রিয়াজ মাঝি নামে একজনকে আটক করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত চলছে। আর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।