BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পহেলা বৈশাখের অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করবে এবং সন্দেহজনক কাউকে দেখলেই ব্যবস্থা নেবে।ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আজ সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এ কথা বলেন।তিনি বলেন, "বাংলা নববর্ষের অনুষ্ঠানস্থল ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি। অনুষ্ঠানস্থলে কোনো প্রকার ব্যাগ নিয়ে আসা যাবে না।"ডিএমপি কমিশনার আরও বলেন, "যেসব সংগঠন পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করবে তাদের একজন করে প্রতিনিধি পুলিশ কন্ট্রোল রুমে থাকবে। পুলিশ কন্ট্রোল রুম থেকেই সিসি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হবে।"