BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
লক্ষ্মীপুরের রায়পুরে ৪৩ বছর ধরে বেদখলে থাকা প্রায় ৩ ৫৬ শতক জমির দখল আদালতের নির্দেশে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।রবিবার ( ১৩ অক্টোবর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাক-ঢোল পিটিয়ে এবং লাল নিশানা টাঙিয়ে জমিগুলো বুঝিয়ে দেন আদালতের প্রতিনিধি দল। উদ্ধার হওয়া জমি উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আইয়ুব পাটোয়ারী বাড়ি এলাকায়।স্থানীয়রা জানান, আদালতের প্রতিনিধিদল সকালে ঘটনাস্থলে এসে পরিমাপ শেষে লাল নিশানা গেড়ে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করেন।