BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধিগাজায় চলমান ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় ভালুকা উপজেলা, পৌর এবং সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ভালুকা সরকারি কলেজ, পাইলট উচ্চ বিদ্যালয়, এ্যাপোলো ইনস্টিটিউট, শহীদ নাজিম উদ্দিন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও তরুণ সমাজ। সকাল থেকেই শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র পাঁচ রাস্তার মোড়ে সমবেত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভালুকা বাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।