ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি
গাজায় চলমান ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় ভালুকা উপজেলা, পৌর এবং সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ভালুকা সরকারি কলেজ, পাইলট উচ্চ বিদ্যালয়, এ্যাপোলো ইনস্টিটিউট, শহীদ নাজিম উদ্দিন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও তরুণ সমাজ। সকাল থেকেই শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র পাঁচ রাস্তার মোড়ে সমবেত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভালুকা বাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল চলাকালে শিক্ষার্থীদের হাতে ‘Free Palestine’, ‘Stop Killing Innocents’, ‘We Stand with Gaza’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। অনেকেই ফিলিস্তিনের পতাকা বহন করেন, যা শহরের আকাশে প্রতিবাদের প্রতীক হিসেবে উড়ছিল।
ভালুকা সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, “আমরা মানবতার পক্ষে, নিরীহ মানুষের উপর বোমা বর্ষণের প্রতিবাদ করাই আমাদের দায়িত্ব।”
স্থানীয় জনসাধারণ রাস্তার পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। অনেকেই সচেতন ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ এই প্রজন্মকে শুভেচ্ছা জানিয়ে করতালি দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান। প্রধান বক্তা ছিলেন ভালুকা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ছাত্রনেতা রাফি উল্যাহ চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুল এবং ভালুকা সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান তুষারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “গাজায় নারী-শিশুসহ হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করে ইসরায়েল মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়েছে। বিশ্ব সম্প্রদায়ের নিরবতা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।”
তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি জানান।
ছাত্রদলের এমন মানবিক ও প্রতিবাদী উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও সচেতনতা সৃষ্টি করেছে বলে মত প্রকাশ করেন স্থানীয় সচেতন মহল।
মন্তব্য করার জন্য লগইন করুন!