BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুর জেলা মুক্ত স্কাউট গ্রুপ সমূহের অধিকার সমস্যা,সম্ভবনা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে চাঁদপুর মুক্ত স্কাউট গ্রুপ ফোরাম গঠন করা হয়েছে। মূলত স্কাউটিং এর গুরুত্ব সবার কাছে পৌঁছে দিতে এবং কাজের পরিবেশ তৈরী ও কর্মপন্থায় গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি করার উদ্যোগ নেয়া হয়।গত ৫ ডিসেম্বর সন্ধা ৬ টায় হাজী মহসীন রোডস্হ কমিউনিটি পুলিশিং ওপেন স্কাউট গ্রুপের কার্যালয়ে চাঁদপুর মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি সহকারী লিডার ট্রেনার শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে তিন মাস মেয়াদী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।আহবায়ক কমিটিঃ- আহবায়ক, চাঁদপুর মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোঃ শাহজাহান সিদ্দিকী সদস্য সচিব হলেন, কমিউনিটি পুলিশিং ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক, সুফী খায়রুল আলম খোকনকে মনোনীত করা হয়।