BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুর ববি শাখা ছাত্রদল এই কর্মসূচি পালন করেন।এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী মোহাম্মদ আরাফাত বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে, তার স্বপ্নের সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করবো। বৃক্ষরোপণ তারই একটি গুরুত্বপূর্ণ ধাপ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'জিয়া ট্রি'কর্মসূচী পালনের মাধ্যমে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।