BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ শিক্ষার্থীদের আঁকা রংতুলির গ্রাফিতিতে রঙিন ভোলা। বৈষম্যবিরোধী আন্দোলনকে মানুষের মনে স্মরণীয় করে রাখতে ভোলা শহরের সরকারি স্কুলের ইলিশা সড়কের পাশেই স্কুলের দেয়ালে একদল শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। জেলা শহরের বিভিন্ন বিভিন্ন এলাকায় দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকেছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব ছবিতে ফুটে উঠছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস। ভোলা পৌরসভার কালিবাড়ী মোড়ে কোর্টের দেওয়ালে, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের দেওয়ালসহ বিভিন্ন উপজেলায় শিক্ষার্থীরা এই ধরনের গ্রাফিতি আঁকতে দেখা যায়।সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতে তুলে দরা হয়েছে ‘আমাদের দেশের ভাগ্য আমরাই পরিবর্তন করবো’, ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’, ‘এ শহর আর কাঁদবে না, অন্যায় আর থাকবে না’ এমন শ্লোগানে নানা শিল্পকর্মে রেঙে উঠছে ভোলার বিভিন্ন দেওয়াল। শিক্ষার্থীদের রঙ তুলির আঁচড়ে করা ক্যালিওগ্রাফি-গ্রাফিতিতে চোখ আটকে যাচ্ছে শিশু থেকে বয়োবৃদ্ধ সবার। কাঠফাটা রোদে এক হাতে রঙয়ের কৌটো, অন্যহাতে তুলি। মাথা বেয়ে বেয়ে চুয়ে পড়ছে ঘাম। তবুও চোখে-মুখে উচ্ছ্বাস শিক্ষার্থীদের।