BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুলিয়ারচরের ছয়সূতী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একটি মসজিদেও হামলা ও ভাঙচুর চালানো হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শিয়া ও সুন্নি মতাদর্শের অনুসারীদের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুরের দিকে কুলিয়ারচর বাসস্ট্যান্ড এলাকায় দুপক্ষের মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মীর মিলন নামে একজনকে মৃত ঘোষণা করা হয়।