BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবিরকে অবাঞ্চিত ঘোষণা করে পদত্যাগের জন্য ২৪ ঘন্টার দেওয়া আল্টিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন পদত্যাগ করলেও শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে এখনো পদত্যাগ করেননি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।সোমবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় তার পদত্যাগ না করার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান।মুজিবুর রহমান বলেন, 'উনি আমার কাছে কোন পদত্যাগপত্র জমা দেননি এখন পর্যন্ত। এছাড়া আমি সচিবালয়েও খোঁজ নিয়েছি এই ব্যাপারে। সেখানেও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কোন পদত্যাগপত্র জমা হয়নি বলে জানিয়েছে তারা।'গত ১৮ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করে পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম বেধে দেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তবে সে সময় পাড় হলেও তিনি নিজের পদে বহাল থাকতে চান এবং পদত্যাগপত্র জমা দেন নি বলে জানান বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের একজন মোহাম্মদ সাকিব হোসাইন।