BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পার্বতী সম্প্রতি তাঁর নতুন সিনেমা ‘থাঙ্গালান’ নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন। ছবিতে তাঁকে সম্পূর্ণ গ্ল্যামারহীন রূপে দেখা যাবে, তবে মেকআপের জন্য প্রতিদিন প্রায় আড়াই ঘণ্টা সময় লাগত। চড়া রোদের মধ্যে শুটিংয়ের কঠিন পরিশ্রমের কথা উল্লেখ করে পার্বতী বলেন, “একদিন দুপুর দুইটার সময় পরিচালক আমাদের কৃষিকাজ করতে বলেছিলেন। গরমে আমরা প্রায় ঝলসে যেতাম, তবে পরিচালকের পরিকল্পনার জন্যই এমন অভিজ্ঞতা প্রয়োজন ছিল। গ্ল্যামার না থাকলেও লুকটি আমার বেশ ভালো লেগেছে।”সিনেমাটির নাম ‘থাঙ্গালান’ যার অর্থ নেতা, আর পার্বতীর ভাষ্যমতে সহ-অভিনেতা চিয়ান বিক্রম প্রকৃতপক্ষেই একজন নেতা। পার্বতী জানান, বিক্রম সবসময় দলের খেয়াল রাখতেন এবং শুটিংয়ের পরিবেশ হাসিখুশি রাখার চেষ্টা করতেন। তাঁর প্রশংসা করে পার্বতী বলেন, “বিক্রম শুধু ভালো অভিনেতাই নন, মানুষ হিসেবেও অসাধারণ। তিনি প্রায়ই শুটিংয়ের সময় হাতে ‘কমরকট’ নামের স্থানীয় টফি দিতেন, যা তাঁর অনন্য রসবোধের পরিচায়ক।”