দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পার্বতী সম্প্রতি তাঁর নতুন সিনেমা ‘থাঙ্গালান’ নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন। ছবিতে তাঁকে সম্পূর্ণ গ্ল্যামারহীন রূপে দেখা যাবে, তবে মেকআপের জন্য প্রতিদিন প্রায় আড়াই ঘণ্টা সময় লাগত। চড়া রোদের মধ্যে শুটিংয়ের কঠিন পরিশ্রমের কথা উল্লেখ করে পার্বতী বলেন, “একদিন দুপুর দুইটার সময় পরিচালক আমাদের কৃষিকাজ করতে বলেছিলেন। গরমে আমরা প্রায় ঝলসে যেতাম, তবে পরিচালকের পরিকল্পনার জন্যই এমন অভিজ্ঞতা প্রয়োজন ছিল। গ্ল্যামার না থাকলেও লুকটি আমার বেশ ভালো লেগেছে।”
সিনেমাটির নাম ‘থাঙ্গালান’ যার অর্থ নেতা, আর পার্বতীর ভাষ্যমতে সহ-অভিনেতা চিয়ান বিক্রম প্রকৃতপক্ষেই একজন নেতা। পার্বতী জানান, বিক্রম সবসময় দলের খেয়াল রাখতেন এবং শুটিংয়ের পরিবেশ হাসিখুশি রাখার চেষ্টা করতেন। তাঁর প্রশংসা করে পার্বতী বলেন, “বিক্রম শুধু ভালো অভিনেতাই নন, মানুষ হিসেবেও অসাধারণ। তিনি প্রায়ই শুটিংয়ের সময় হাতে ‘কমরকট’ নামের স্থানীয় টফি দিতেন, যা তাঁর অনন্য রসবোধের পরিচায়ক।”
বলিউডে পার্বতীর উপস্থিতি খুব বেশি না থাকলেও ইরফান খানের সঙ্গে তাঁর অভিনীত ‘করিব করিব সিঙ্গেল’ সিনেমাটি তাঁর হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। পার্বতী বলেন, “ইরফান আর বিক্রমের মধ্যে সবচেয়ে বড় মিল, দুজনই উদার মনের। ইরফান আমাকে সব দিক থেকে সহযোগিতা করতেন, যা আমার জন্য দুর্দান্ত অভিজ্ঞতা ছিল।”
সম্প্রতি ‘কড়ক সিং’ ছবিতে তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এর সঙ্গে কাজ করেছেন। জয়ার প্রসঙ্গে পার্বতী বলেন, “জয়া অসাধারণ একজন অভিনেত্রী। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল, এবং ভবিষ্যতে আবারও তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছে আছে।”
মালয়ালম ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানি প্রসঙ্গে কথা বলতে গিয়ে পার্বতী জানান, এটি একটি সংবেদনশীল বিষয় এবং নারীদের শোষণের ঘটনা সর্বত্রই বিদ্যমান। তবে সমাজ থেকে এসব ময়লা দূর করতে নারীদেরই এগিয়ে আসা প্রয়োজন বলে তিনি মনে করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!