BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
দেশের গেমিং মনিটর বাজারে নতুন দুটি মডেল উন্মোচন করেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান এলজির "আলট্রা গিয়ার ২৪জিএস৬৫এফ–বি" ও "আলট্রা গিয়ার ২৭জিএস৬৫এফ–বি" নামের এই মনিটরগুলো গেমারদের জন্য নিয়ে এসেছে অত্যাধুনিক ফিচার ও চোখ ধাঁধানো ভিজ্যুয়াল অভিজ্ঞতা।রোববার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি জানিয়েছে, নতুন মডেলের এই মনিটরগুলোতে ১৮০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য ল্যাগ-ফ্রি ও স্মুথ গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।