দেশের গেমিং মনিটর বাজারে নতুন দুটি মডেল উন্মোচন করেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান এলজির "আলট্রা গিয়ার ২৪জিএস৬৫এফ–বি" ও "আলট্রা গিয়ার ২৭জিএস৬৫এফ–বি" নামের এই মনিটরগুলো গেমারদের জন্য নিয়ে এসেছে অত্যাধুনিক ফিচার ও চোখ ধাঁধানো ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
রোববার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি জানিয়েছে, নতুন মডেলের এই মনিটরগুলোতে ১৮০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য ল্যাগ-ফ্রি ও স্মুথ গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
মনিটরগুলোর স্ক্রিন সাইজ যথাক্রমে ২৪ ইঞ্চি ও ২৭ ইঞ্চি। উন্নত ভিজ্যুয়াল কোয়ালিটির জন্য এতে এইচডিআর১০ ও ৯৯% এসআরজিবি কালার অ্যাকুরেসি প্রযুক্তি সংযোজন করা হয়েছে। ফলে গেমের প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে দেখা যাবে এবং গেমাররা পাবেন প্রাণবন্ত ও উজ্জ্বল রঙের অভিজ্ঞতা।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি জানিয়েছে, নতুন এই মনিটরগুলোর দাম "আলট্রা গিয়ার ২৪জিএস৬৫এফ–বি" মডেলের জন্য ২৭,৫০০ টাকা এবং "আলট্রা গিয়ার ২৭জিএস৬৫এফ–বি" মডেলের জন্য ৪২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উন্নত গেমিং অভিজ্ঞতা ও প্রিমিয়াম ফিচারের সমন্বয়ে এলজির এই নতুন মনিটরগুলো ইতিমধ্যে গেমারদের মাঝে আগ্রহের সৃষ্টি করেছে। শিগগিরই দেশের বিভিন্ন প্রযুক্তি বাজারে এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনুমোদিত ডিলারদের কাছ থেকে মনিটরগুলো পাওয়া যাবে বলে জানা গেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!