BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, প্রয়োজনে আহতদের চিকিৎসায় বিদেশ থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক আনা হবে।সোমবার বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও একই বক্তব্য তুলে ধরা হয়।