BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
লক্ষ্মীপুর জেলা পরিষদের অর্ধশতবর্ষী একটি কড়ইগাছ কাটা হচ্ছে। রায়পুর পৌরসভার নতুন বাজার এলাকায় বাড়ি ও দোকানের শোভাবর্ধণের জন্য শামছুল আলম ভূঁইয়া শ্রমিকদের দিয়ে গাছটি কাটছেন। এনিয়ে স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করছেন।খবর পেয়ে দুপুরে জেলা পরিষদের লোকজন ঘটনাস্থলে গিয়েছেন। তারা গাছের কাটাঅংশগুলো জব্দ করার উদ্যাগ নিয়েছেন।এদিকে সূত্র জানিয়েছেন, রায়পুর-হায়দারগঞ্জ সড়কের পাশে অর্ধশতবর্ষী কয়েকটি কড়ইগাছ রয়েছে। নতুন বাজার এলাকায় রড-সিমেন্ট ব্যবসায়ী শামছুল আলমের দোকান ও বাসার রাস্তা লাগোয় একটি গাছ রয়েছে। ঝুঁকিপূর্ণ দাবি করে শামছুল গাছটির ডাল ছাটাই করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সম্প্রতি আবেদন করেন। বিষয়টা উপজেলা বন ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে দেখার জন্য বলেন ইউএনও। এতে তড়িঘড়ি করে শামছুল শনিবার মধ্যরাত থেকে ৩০ হাজার টাকা চুক্তিতে শ্রমিকদের দিয়ে গাছটি কাটান। ইতোমধ্যে গাছটির ৯০ ভাগ কাটা শেষ হয়েছে। শুধু নিচের গোড়ার টুকরো কাটা বাকি রয়েছে।