মোঃ তালহা জুবায়ের।। ৭ বছরে ১৩ বারের মত ঈদসামগ্রী বিতরনী কার্যক্রম করেছেন বড়ষ্টেশন কমিউনিটি চাঁদপুর সংগঠন।
এইবার সংগঠনটির লক্ষ্য ২৫০ থেকে ৩০০ অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করা।
দীর্ঘ ৭ বছর যাবৎ এই পরিবার গুলোর ঈদের বাজার-সদাই নিজেদের করতে হয়না, জানিয়েছেন সংগঠনটির পরিচালক। গত সাত বছরে বড়ষ্টেশন কমিউনিটি চাঁদপুর স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে একটানা প্রতি দুই ঈদে প্রায় ১০ টি আইটেম সেমাই চিনি পোলাওয়ের চাল নুডলস সহ অন্যান্য খাদ্যদ্রব্য দিয়ে আসছেন। এইবার ৭ম বছরে ১৩তম বারের মত সংগঠনটি এই মানবিক কার্যক্রম করেছেন।
চাইলে আপনি ও এই সামগ্রী গুলো দিয়ে সংগঠনটিরসাথে এই মানবিক কার্যক্রমে শরিক হতে পারবেন। নগদ অর্থ না দিয়ে এই খাদ্যদ্রব্য গুলো অনুদান হিসাবে দিতে পারেন।
এই খাদ্যদ্রব্য গুলো অনুদান হিসাবে গ্রহণ করেন সংগঠনটি যেমন-
১/ বাংলা সেমাই ২/ পাকিস্তানি লাচ্ছা সেমাই ৩/ চিনি ৪/নুডলস ৫ / গুরা দুধ ৬পোলাওয়েরচাল ৭/ পিয়াজ ৮/ আলু ৯/ গরম মসলা ১০/ পাস্তা
বড়ষ্টেশন কমিনিউটি চাঁদপুর স্বেচ্ছাসেবী সংগঠনের সকল উপদেষ্টা মন্ডলির সদস্য, কার্যকরী সদস্য, প্রতিষ্ঠাকালীন সদস্য ও শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে এই মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সংগঠনটির পরিচালক।
মন্তব্য করার জন্য লগইন করুন!