মহান বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ বাজারে ইসলামী ছাত্র আন্দোলনের বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালীটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাজীগঞ্জ উপজেলা সেক্রেটারি হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ক্বারী মো. হামিদ মোল্লা, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম মানিক, সদস্য মো. সুমন মোল্লা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা ছাত্র আন্দোলনের সেক্রেটারী ডিএম ফয়সাল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ইসলামী ছাত্র আন্দোলনের হাজীগঞ্জ উপজেলা সভাপতি আক্তার হোসেন আকনের সভাপতিত্বে ও সেক্রেটারী মামুনুর রশিদের উপস্থাপনায় র্যালীতে বক্তব্য দেন।
বক্তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের একটি গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। এ বিজয়ের জন্য আমাদের বীর মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত দিয়েছেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
বক্তারা আরও বলেন, মহান বিজয়ের চেতনাকে ধারণ করে আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে হবে। দেশের সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
লগইন
হাজীগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের বিজয় র্যালী
মন্তব্য করার জন্য লগইন করুন!