হাওরের বিস্ময় কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন অষ্টগ্রাম সড়ক ২০১৭ সালে নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। হাওরের বিশাল জলরাশির বুক চিরে তৈরি করা হয় প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এক সড়ক। আকাশ, মেঘ আর জলের মনোরম মিতালি অবাক বিস্ময়ে।
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ইচ্ছে অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে কিশোরগঞ্জ জেলার তিন উপজেলার মধ্যে সারা বছর চলাচলের জন্য নির্মিত হয় হাওরের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক।
সড়ক ও জনপথ অধিদপ্তর ৮৭৪.০৮ কোটি টাকা ব্যয়ে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কটি নির্মাণ করেছে।
হাওরের বুক চিরে চলে যাওয়া ২৯.৭৩ কিলোমিটার দীর্ঘ এ অলওয়েদার সড়কে ৫৯০.৪৭ মিটার দীর্ঘ তিনটি পিসি গার্ডার, ১৯০ মিটার দীর্ঘ ৬২টি আরসিসি বক্স কালভার্ট, ২৬৯.৬৮ মিটার দীর্ঘ ১১টি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে।
বাংলাদেশ সহ বিদেশের অনেক পর্যটক হাওরটিকে দেখতে বর্ষাকালে প্রায়ই এখানে ভিড় যেন। হাওরে বর্ষা থাকে বছরের ছয় মাস। পানি আসতে শুরু করে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে। শেষ হয় আশ্বিন-কার্তিকে। এই পুরো সময় জুড়েই হাওরে পর্যটকদের ভিড় থাকে। তবে ঈদের সময় ভিড় বেশি থাকে।
হাওরের মাঝখান দিয়ে বয়ে চলেছে সুবিশাল রাস্তা। এই রাস্তা দিয়ে মোটরবাইক বা অটোরিকশার মাধ্যমে হাওরের মনোমুগ্ধকর সৌন্দর্য কাছে থেকে দেখা যায়। বাঁধ বা সড়কে দাঁড়িয়ে হাওর দেখা সাগর দেখার মতোই উপভোগ্য। নদীর জলের ঢেউ রাস্তায় আছড়ে পড়ার কলকল ধ্বনি মনকে উদ্বেলিত করে।
হাওর এর আকর্ষণীয় জায়গা গুলো হলও মিঠামইনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দহলিজ, নির্মাণাধীন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস, মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের প্রায় সাড়ে চারশত বছরের পুরোনো দিল্লির আখড়াও সে সময়কার থেকে দাঁড়িয়ে থাকা হিজল গাছ, জিরো পয়েন্ট (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম সংযোগ সড়ক), ইটনায় অবস্থিত উল্লেখযোগ্য হাওর, শনির হাওর ও ধনপুরের হাওর, অষ্টগ্রামে বিখ্যাত ১৬ শতকের নির্মাণাধীন পাঁচ গম্বুজবিশিষ্ট মসজিদ ও অষ্টগ্রাম থেকে কিছুটা দূরে হাকালুকি ও টাঙ্গুয়ার হাওর, নিকলীতে গুরই শাহী জামে মসজিদ, নিকলী মোহরকোনা বেড়িবাঁধ, পাহাড় খাঁর মাজার, গুরই প্রাচীনতম আখড়া ইত্যাদি।
মন্তব্য করার জন্য লগইন করুন!