চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বপ্নবিলাস পানি ব্যবস্থাপনা দলের আওতাধীন ওটারচর কৃষি মাঠের স্থগিত মাঠনালা পাকা করন ও খাল খনন কাজ সেচের আগেই সম্পূর্ণ করার জন্য মানববন্ধন করা হয়েছে। আজ ৮ ডিসেম্বর, রবিবার, ২০২৪ ইং বিকাল ৩:০০ ঘটিকায় স্বপ্নবিলাস পানি ব্যবস্থাপনার দলের আয়োজনে ওটারচর কৃষি মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্বপ্নবিলাস পানি ব্যবস্থাপনা দলের সভাপতি আব্দুল কাদের মোল্লা, কোষাধক্ষ নাসির উদ্দিন সরকার, সম্মানিত সদস্য হাবিব উল্যাহ মাস্টার, কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর উপজেলার সভাপতি ও মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার, কৃষক মজিবুর রহমান, জামাত প্রদান, নারী কৃষি উদ্যোক্তা আনোয়ারা বেগম।
স্বাগত বক্তব্যে হাবিব উল্যাহ মাষ্টার বলেন, আমাদের ওটারচরে মাঠনালা ও খাল খননের কিছু কাজ হইছে কিছু কাজ হয় নাই। বাকি কাজ গুলো সেচ শুরুর আগেই সম্পন্ন করার জন্য মেঘনা ধনাগোদা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া জানুয়ারীর ১ তারিখেই পানি চাচ্ছি। কাদির মোল্লা বলেন, আমরা বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেন সঠিক সময়ে কৃষকরা পানি পায়।
নারী কৃষি উদ্যোক্তা আনোয়ারা বেগম বলেন, গতবছর বৃষ্টির কারণে কাজগুলো স্থগিত রয়েছে, এখন দ্রুত কাজগুলো চালু করা হোক এবং জানুয়ারীর এক তারিখে সেচ দেওয়া হোক।
আতাউর রহমান বলেন, গত বছর বৃষ্টির কারণে কাজগুলো স্থবির হয়ে রয়েছে। কৃষকের সার্থে দ্রুত কাজ গুলো বাস্তবায়ন চাই। আর জানুয়ারীর এক তারিখে শুধু সেচ উদ্ভোদন করে কৃষকের সাথে ছলনা নয়। পুরুদমে পানি চাই। যেন সঠিক সময়ে বীজতলা তৈরি করে দেড়গুণ ফলন পেতে পারি।
এছাড়া উপস্থিত ছিলেন সাহেব আলী, ইদ্রিস আলী, শাহ আলম সরকার, মালেক ভূইয়া, বজলু প্রধান, কবীর শিকদার, আবুল কাশেম, জসিম সরকার, নিরব সরকার,আব্দুল মালেক সরকার, সুমন সরকার সহ আরো অন্যান্য কৃষক কৃষাণী বৃন্দ।
মন্তব্য করার জন্য লগইন করুন!