গত ১৭ নভেম্বর, ঘূর্ণিঝড় মিথিলার সময় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় দুবলার চরের ৯ জেলে নিখোঁজ হন। তাদের ট্রলারসহ তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।
এরপর সাড়ে তিন মাস পার হয়ে গেলেও, নিখোঁজ জেলেদের পরিবার তাদের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন।
নিখোঁজ জেলেদের পরিবার জানায়, তারা ঘটনার পর বন বিভাগ ও স্থানীয় জেলেদের কাছে খোঁজ নিয়েছেন, কিন্তু কোন সারফল পাননি।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, তাদের দ্রুত জানানো হয়নি। যার কারণে মিথিলার ক্ষয়ক্ষতির রিপোর্টে ৯ জেলের নিখোঁজ খবরটি উল্লেখ করা হয়নি।
নিখোঁজ জেলেদের নাম:সুদান (হামিনি জলদাসের ছেলে), নেছার (আব্দুল কারিমের ছেলে)
আবুল কাসেম (হাবিবুর রহমানের ছেলে),বাদশা (মো. ইসলামের ছেলে),মো. কালু (করিম আকনের ছেলে), হরি রঞ্জন (হরিসন্ন দাসের ছেলে), আমির হোসেন (সোনায়েত আলীর ছেলে), নুরুল আফসার (ইসলাম মিয়ার ছেলে), মো. জামাল মিয়া (পিতার নাম জানা যায়নি)
নিখোঁজ জেলেদের পরিবার দ্রুত তাদের উদ্ধারের জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!