ফ্যামিলি কার্ডধারী সাধারণ মানুষের জন্য বড় সুখবর দিল সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য দুই কোটি ২০ লাখ লিটার পরিশোধিত পাম অয়েল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত জাতীয় দরপত্রের মাধ্যমে এই তেল কেনা হবে। প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১৬২ টাকা ১৯ পয়সা। ফলে পুরো দুই কোটি ২০ লাখ লিটার পাম অয়েল কিনতে সরকারের ব্যয় হবে প্রায় ৩৫৬ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, এই তেল সরবরাহ করবে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। টিসিবির ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনায় মোট ২৮ কোটি লিটার ভোজ্যতেল কেনার লক্ষ্য রয়েছে। এরই অংশ হিসেবে এর আগে ১৫ কোটি ৪১ লাখ ৯০ হাজার লিটার ভোজ্যতেল কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। নতুন করে আরও দুই কোটি ২০ লাখ লিটার কেনা হচ্ছে।
স্থানীয় বাজার থেকে তেল কেনার জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণ করে গত ১৩ জানুয়ারি উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। দরপত্র উন্মুক্তকরণে একমাত্র প্রাপ্ত প্রস্তাব অনুযায়ী, ২ লিটার পেট বোতলে বোতলজাত পাম অয়েল সরবরাহ করা হবে। এতে অগ্রিম আয়কর, মূসক এবং টিসিবির গুদামে পরিবহন খরচসহ সব মিলিয়ে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১৬২ টাকা ১৯ পয়সা।
এ উদ্যোগের ফলে দেশের নিম্ন আয়ের মানুষরা কিছুটা হলেও সাশ্রয়ে ভোজ্যতেল কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!