শ্রীমঙ্গল,প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু অধিকার লঙ্ঘন পরিস্থিতি মনিটরিং ও তথ্য পর্যালোচনা নিয়ে ইয়ুথ ফোরামের সদস্যদের সাথে ত্রৈমাসিক সভা করেছে ব্রেকিং দ্য সাইলেন্স।
রবিবার(১২অক্টোবর) বিকালে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় কোর সাপোর্ট মডেল (সিএসএম) প্রকল্প আলোকে ৮ নং কালিঘাট ইউনিয়নের হাসপাতাল লাইনের ভাড়াউড়া ইয়ুথ ফোরামের সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
এমসময় কোট সাপোর্ট মডেল প্রকল্পের সোশ্যাল ওয়ার্কার শাওন শীল এর পরিচালনায় শিশুদের সাথে মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এ বয়োঃসন্ধিকাল,দলীয় কাজে শিশুদের করনীয় কাজসমূহ, সিএসপি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিথিতে শিশু জড়িত না হওয়া নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!