অগ্রহায়ণের শেষ প্রান্তে এসে পাহাড়ি জনপদে নতুন তোলা ধান নিয়ে চলছে কর্মব্যস্ততা। ধান কাটা, মাড়াই, ঝাড়া ও শুকানোর কাজে মেতে উঠেছেন পাহাড়ি জনপদের মানুষ। ঘরে ঘরে বইছে নতুন ধানের উৎসবের আমেজ। বান্দরবান সদরের ডলুপাড়া ও রেইচা এলাকায় ঘুরে দেখা গেছে এমন দৃশ্য।
একটি পাহাড়ি গ্রামে ধান কাটার দৃশ্য যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছে। কেউ কাঁচা ধান কেটে আঁটি বাঁধছেন, কেউ বা সেই আঁটি মাড়াইয়ের জন্য নিচে নামাচ্ছেন। যন্ত্র দিয়ে মাড়াই করছেন একজন কৃষক। ধান মাড়াইয়ের পর তা রোদে শুকানো হচ্ছে। নারীরা পা দিয়ে ধান নাড়িয়ে শুকানোর কাজ করছেন।
কৃষাণীরা কুলা-ডালা দিয়ে বাতাস করে ধান থেকে চিটা আলাদা করছেন। এই চিত্রে ফুটে উঠেছে পাহাড়ি জনপদের ঐতিহ্যবাহী ধান সংগ্রহের পদ্ধতি। ধান শুকানোর পর তা এক জায়গায় জড়ো করে বস্তায় ভরা হচ্ছে। কুলায় ধান পরিষ্কার করতেও ব্যস্ত সময় পার করছেন নারীরা।
পাহাড়ি অঞ্চলে নতুন ধানের মৌসুম শুধু ফসল তোলার সময় নয়; এটি এক ধরনের উৎসবও। নতুন ধানের ঘ্রাণ, কাজের ব্যস্ততা ও মানুষের প্রাণবন্ততায় মুখর হয়ে উঠেছে গ্রাম।
বান্দরবানের কৃষকদের এই কর্মব্যস্ত জীবনধারা পাহাড়ি জনপদের সংস্কৃতির অনন্য অংশ, যা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে যান্ত্রিকতার ভিড়ে। কিন্তু এই ঐতিহ্যই ধরে রাখছে প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের প্রতিচ্ছবি।
মন্তব্য করার জন্য লগইন করুন!