হুমায়ুন কবির,রাণীশংকৈল,
(ঠাকুরগাঁও)প্রতিনিধি:ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ ফেব্রুয়ারি) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এদিন দুপুর ১৩ টায় পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে দিবসটি উপর বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমানসহ অনেকে।
এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন
সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!