সুনামগঞ্জ প্রতিনিধি :
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়ন পরিষদের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পশ্চিম বীরগাও ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য “সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার"
শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীদার খোকন।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জহুরা বিবি, ইউপি সচিব মাসুক মিয়া,সংরক্ষিত মহিলা সদস্য নাছিমা খাতুন, দৈনিক তৃতীয় মাত্রা'র জেলা প্রতিনিধি নাইম তালুকদার, উদ্যোক্তা সুহেল আহমেদ রুবেল, নাজমুল খান সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষজন প্রমূখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!